40th BCS
40 th BCS Question 01: মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নীচের কোনটি ব্যবহৃত হয় ? ● OMR ● OCR ● MICR ● Scanner ব্যাখ্যা : MICR (Magnetic Ink Character Recognition) প্রধানত ব্যাংকে ব্যবহৃত মুদ্রিত লেখা ( চেক বা ডকুমেন্ট ) সরাসরি ইনপুট হিসেবে নেয়ার প্রযুক্তি । OMR কাগজে দাগনো চিহ্ন শনাক্ত করে । OCR মুদিত কাজ সরাসরি ইনপুট নিতে ব্যবহৃত হয় । m + CR গাণিতিক সংখ্যা ব্যাতীত আর কিছুই পড়তে পারে না । অপর দিকে চিঠির পিন কোড , ইলেকট্রিক বিল , বাজার সমীক্ষা ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহৃত হয় । আর Scanner লেখা , ছবি বা বস্তুর আকৃতিকে ডিজিটাল ছবিতে রূপান্তরিত করে । Question 02: নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রোমকে একবারে অনুবাদ ও সম্পাদন করে ? ● Interpreter ● Emulator ● Compile r ● Simulator ব্যাখ্যা : কম্পাইলার (Compiler) ও ইন্টারপ্রেটার (Interpreter) উভয়ই অনুবাদক প্রোগ্রাম হলেও কম্পাইলার উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষায় লেখা একট