40th BCS

 

40th BCS



Question 01:মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নীচের কোনটি ব্যবহৃত হয়?

        OMR

        OCR

        MICR

        Scanner

ব্যাখ্যা:MICR (Magnetic Ink Character Recognition) প্রধানত ব্যাংকে ব্যবহৃত মুদ্রিত লেখা (চেক বা ডকুমেন্ট) সরাসরি ইনপুট হিসেবে নেয়ার প্রযুক্তি OMR কাগজে দাগনো চিহ্ন শনাক্ত করে OCR মুদিত কাজ সরাসরি ইনপুট নিতে ব্যবহৃত হয় m + CR গাণিতিক সংখ্যা ব্যাতীত আর কিছুই পড়তে পারে না অপর দিকে চিঠির পিন কোড, ইলেকট্রিক বিল, বাজার সমীক্ষা ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহৃত হয় আর Scanner লেখা, ছবি বা বস্তুর আকৃতিকে ডিজিটাল ছবিতে রূপান্তরিত করে

Question 02:নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রোমকে একবারে অনুবাদ ও সম্পাদন করে?

        Interpreter

        Emulator

        Compiler

        Simulator

ব্যাখ্যা:কম্পাইলার (Compiler) ও ইন্টারপ্রেটার (Interpreter) উভয়ই অনুবাদক প্রোগ্রাম হলেও কম্পাইলার উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষায় লেখা একটি সম্পূর্ণ প্রোগ্রোমকে একসাথে অনুবাদ করে অন্যদিকে ইন্টারপ্রেটার উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষায় লেখা একটি প্রোগ্রামকে এক লাইন এক লাইন করে অনুবাদ করে

Question 03:নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে?

        Mouse

        Microphone

        Touch Screen

        Printer

ব্যাখ্যা:স্মার্ট ফোন, ডিজিটাল ক্যামেরা, মডেম, নেটওয়ার্ক কার্ড ইত্যাদি ডিভাইসের মতো টাচস্ক্রিনও একটি ইনপুট-আউটপুট ডিভাইস অন্যদিকে মাউস ও মাইক্রোফোন এবং প্রিন্টার আউটপুট ডিভাইস

Question 04:

নিচের কোনটি Octal number নয়?

        19

        77

        15

        101

ব্যাখ্যা:অক্টাল সংখ্যা পদ্ধতিতে ০, , , , , ,৬ ও ৭এ ৮টি অংক (digit) ব্যবহৃত হয় এ হিসেবে ১-, ১০-১৭, ২০- ২৭ ইত্যাদি হলো অক্টাল সংখ্যা সুতরাং ৮, , ১৮, ১৯, ২৮, ২৯ ইত্যাদি অক্টাল সংখ্যা নয়

Question 05:একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়?

        Tuples

        Attributes

        Tables

        Rows

ব্যাখ্যা:ডেটাবেসের একটি টেবিলের রেকর্ডের সাথে অন্য এক বা একাধিক টেবিলের রেকর্ডের সম্পর্ককে ডেটাবেস রিলেশন বলা হয় সুতরাং রিলেশনাল ডেটাবেস মডেলে বিভিন্ন ডেটা টেবিলের মধ্যেই লজিক্যাল সম্পর্ক প্রকাশিত হয়

Question 06:Bluetooth কিসের উদাহরণ?

        Personal Area Network

        Local Area Network

        Virtual Private Network

        কোনটিই নয়

ব্যাখ্যা:ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধ একাধিক ডিজিটাল ডিভাইসের মধ্যকার নেটওয়ার্ককে Personal Area Network (PAN) বলা হয় যেমন- ব্লুটুথ, ইনফ্রারেড ডেটা এসোসিয়েশন (IrDA) ইত্যাদি এভাবে কম্পিউটারের সাথে মোবাইল ফোন, টেলিফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের মধ্যকার নেটওয়ার্কও এ ধরনের নেটওয়ার্ক

Question 07:মোবাইল ফোনে কোন Mode- এ যোগাযোগ হয়?

        Simplex

        Half-duplex

        Full-duplex

        কোনটিই নয়

ব্যাখ্যা:তথ্য যোগোযোগ (Data communication) তিন ধরনের হয়ে থাকে যথা : Simplex (একমুখী; যেমন: টিভি বা রেডিও), Half-Duplex (দ্বিমুখী, তবে এক প্রান্ত থেকে ডেটা আসা শেষ হওয়ার পর অপর প্রান্ত থেকে ডেটা আসবে; যেমন : ওয়াকিটকি বা ইন্টারকম) এবং Full- Duplex (দ্বিমুখী-একই সাথে ডেটা আসা-যাওয়া করতে পারে; যেমন : ইন্টারনেট, ক্যাবল টিভি, মোবাইল ফোন ইত্যাদি)

Question 08:Time-shared OS –এর জন্য কোন scheduling policy সবচেয়ে ভাল?

        First come first serve

        Round-robin

        Shortest job first

        Last come first serve

ব্যাখ্যা: Round robin scheduling algorithm এমনভাবে ডিজাইন করা, যাতে একটি সিস্টেমকে অনেক ইউজার বা প্রোগ্রাম এক সাথে ব্যবহার করতে পারে এখানে প্রোগ্রামগুলো তাদের কার্যসম্পাদনের সময়টাকে শেয়ার করে ফলে অনেকগুলো প্রোগ্রাম এক সাথে সমান্তরালে চলতে পারে সুতরাং Time Shared Operating System –এ এটি অধিক ব্যবহৃত হয়

Question 09:নিচের কোনটি ৫২(১৬) এর বাইনারী রূপ?

        01010010(2)

        01110011(2)

        00001100(2)

        11110000(2)

ব্যাখ্যা:, , , , , , , , , , A, B, C, D, E F- হেক্সাডেসিমাল সংখ্যায় ব্যবহৃত এ ১৬টি অঙ্কের প্রতিটি অঙ্ক তার সমতুল্য চার বিটের একটি বাইনারি সংখ্যাকে প্রতিনিধিত্ব করে সুতরাং প্রদত্ত 52(16)- এর ক্ষেত্রে, 5 = 0101 এবং 2 = 0010; অর্থাৎ 52(16) = 01010010(2)

Question 10:প্রথম Web browser কোনটি?

        Netscape Navigator

        World Wide Web

        Internet Explorer

        Safari

ব্যাখ্যা:১৯৯০ সালে ইংরেজ বিজ্ঞানী Tim Berner Lee প্রথম World Wide Web নামে ওয়েব ব্রাউজার তৈরি করেন, যা পরবর্তীতে Nexus নামকরণ করা হয় প্রায় একই সময়ে তিনি ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হাইপার টেক্সট ডকুমেন্টগুলো নিয়ে কাজ করার প্রক্রিয়া World Wide Web (WWW) উদ্ভাবন করেন অন্যদিকে Netscape Navigator ১৯৯৪ সালে, Internet Explorer ১৯৯৫ সালে এবং Safari ২০০৩ সালে বাজারে অবমুক্ত হয়

Question 11: Social Networking Site- এ যোগাযোগে কোন media ব্যবহৃত হয়?

        Image/Video

        Audio

        Text

        উপরের সবগুলো

ব্যাখ্যা:সোস্যাল নেটওয়ার্কিং সার্ভিস একটি অনলাইন প্লাটফর্ম, যেখানে একজন অন্যজনের সাথে খুব সহজেই লেখালেখি, ছবি প্রদর্শন, কথা বলা বা ভিডিও আদান-প্রদানের মাধ্যমে সামাজিক যোগাযোগ স্থাপন করতে পারে ফেসবুক, টুইটার, ইউটিউব, স্ন্যাপচ্যাট, লিংকডইন, ফ্লিকার, স্কাইপ, ইনস্টাগ্রাম ইত্যাদি এরূপ কিছু সামাজিক যোগাযোগ সাইট

Question 12: Firewall কি protection দেবার জন্য ব্যবহৃত হয়?

        Fire attacks

        Unauthorized access

        Virus attacks

        Data-driven attacks

ব্যাখ্যা:ফায়ারওয়াল (Firewall) হলো এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যা এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করে ডেটা প্রবাহের সময় এটি ডেটা পরীক্ষা করে দেখে যে এর ওই গন্তব্যে যাওয়ার অনুমতি (Authorized access) আছে কিনা, থাকলে সেটিকে যেতে দেয় সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক-এর ক্ষেত্রে এটি বেশি ব্যবহৃত হয়

Question 13: TV remote এর Carrier Frequency – range কত?

        <100 MHZ

        <1 GHZ

        < 2 GHZ

        Infrared range এর

ব্যাখ্যা:দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন যন্ত্রে সাধারণত ইনফ্রারেড (IR) ও রেডিও ফ্রিকোয়েন্সি (RF) রিমোট কন্ট্রোল ব্যবহার করা হয় টেলিভিশন ও রেডিওতে সাধারণত ইনফ্রারেড এবং তারবিহীন কীবোর্ড ও মাউস, কার ইত্যাদিতে রেডিও ফ্রিকোয়েন্সি রিমোট কন্ট্রোল ব্যবহৃত হয় ইনফ্রারেডের Carrier frequency- এর range সাধারণত 30-60 Khz, তবে বেশির ভাগ ক্ষেত্রে 38 Khz

Question 14: CPU কোন address generate করে?

        Physical address

        Logical address

        Both physical and logical address

        উপরের কোনটি নয়

ব্যাখ্যা:কম্পিউটারে তথ্যসমূহ মেমোরি ও রেজিস্টারের মাধ্যমে সংরক্ষিত থাকে এক্ষেত্রে এটা নির্দিষ্ট address –এর মাধ্যমে সংরক্ষিত হয় কম্পিউটারে logical address physical address নামক দুই ধরনের address ব্যবহৃত হয় Logical address একটি Virtual address, যা CPU দ্বারা তৈরি (generate) হয় আর প্রত্যেক logical address- এর জন্য মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট (m mv) ব্যবহার করে তৈরি হয় physical address

Question 15:H.323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়?

        File transfer

        VoIP

        Data Security

        File download

ব্যাখ্যা:H.323 যে কোনো প্যাকেট নেটওয়ার্কে অডিও-ভিডিও যোগাযোগের সুবিধা প্রদানের প্রোটোকল নির্ধারণ করে কম্পিউটার বা এ ধরনের যন্ত্র ব্যবহার করে Voice over Internet Protocol (VoIP), এমনকি ISDN, PSTN, SS7 এবং 3G মোবাইল নেটওয়ার্কেও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়


Comments

Popular Posts