সাবমেরিন ক্যাবল
সাবমেরিন ক্যাবলঃ সাগরের নিচের ইন্টারনেট এবং টেলিযোগাযোগ ব্যাবস্থার জন্য পুরো বিশ্বজুরে যে অপটিক্যাল ফাইবার ব্যাবহার করা হয় তাকেই সাবমেরিন ক্যাবল বলা হয়।
👉সাবমেরিন ক্যাবল ও বাংলাদেশসাবমেরিন ক্যাবল ব্যবহার
করা হয় কিসে?
উত্তরঃ
ইন্টারনেট সংযোগে।
👉 প্রথম বাণিজ্যিক সাবমেরিন ক্যাবল স্থাপন করা হয়
কত সালে?
উত্তরঃ
১৮৫০ সালে।
👉 বাংলাদেশে সাবমেরিন ক্যাবল প্রকল্পটি কোন
মন্ত্রণালয়ের অধীনে?
উত্তরঃ
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের।
👉 সবচেয়ে দীর্ঘ সাবমেরিন ক্যাবল কোনটি?
উত্তরঃ
SEA-ME-WE3 (Length-39000Km, Landing Station-
39, Connected Country- 33)
👉 বাংলাদেশে সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন
কয়টি?
উত্তরঃ
দুইটি।
👉 সাবমেরিন ক্যাবলে ব্যবহৃত অপটিক্যাল ফাইবারের
কতটি অংশ আছে?
উত্তরঃ ৮টি ।
👉 সবচেয়ে দীর্ঘ সাবমেরিন ক্যাবল কোনটি?
উত্তরঃ
SEA-ME-WE3 (Length-39000Km, Landing Station-
39, Connected Country- 33)
👉 বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানী লিমিটেড কত
সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ
২০০৮ সালে।
👉 বাংলাদেশ প্রথম সাবমেরিন ক্যাবলের(SEA-ME-WE-6) সাথে যুক্ত হবে কখন?
উত্তরঃ
২০২৪ সালে। ল্যান্ডিং
স্টেশন -কক্সবাজার জেলার হবে।
Fig:
Submarine Cable Map
South East Asia-Middle
East-West Europe 4 (SEA-ME-WE4)
👉 বাংলাদেশ প্রথম সাবমেরিন ক্যাবলের(SEA-ME-WE-4) সাথে যুক্ত হয় কবে?
উত্তরঃ
২১ মে ২০০৬।
👉 বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবলের নাম কি?
উত্তরঃ
South East Asia-Middle East-West Europe 4
(SEA-ME-WE4)
👉 বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE4) এর দৈর্ঘ্য কত?
উত্তরঃ
১৮৮০০ কিলমিটার।
👉 বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE4) এর ল্যান্ডিং স্টেশন কোথায়?
উত্তরঃ
কক্সবাজার জেলার ঝিলংজায়।
👉 (SEA-ME-WE4)
এর ল্যান্ডিং স্টেশন মোট ল্যান্ডিং স্টেশন কতটি?
উত্তরঃ
১৭ টি (কক্সবাজার জেলার ঝিলংজা সহ)।
South East Asia-Middle
East-West Europe 5 (SEA-ME-WE5)
👉 (SEA-ME-WE5) এর ল্যান্ডিং স্টেশন মোট ল্যান্ডিং স্টেশন কতটি?
উত্তরঃ
১৯ টি (পটুয়াখালী জেলার কুয়াকাটা সহ)।
👉বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের নাম কি?
উত্তরঃ
South East Asia-Middle East-West Europe 5
(SEA-ME-WE5)
👉 বাংলাদেশের দ্বিতীয় সাবমেরি ক্যাবলের (SEA-ME-WE5) দৈর্ঘ্য কত?
উত্তরঃ
২০,০০০ কিলোমিটার।
👉 বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে (SEA-ME-WE5) যোগদান করেন কবে?
উত্তরঃ
২১ ফেব্রুয়ারি ২০১৭।
👉 বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE5) এর ল্যান্ডিং স্টেশন কোথায়?
উত্তরঃ
পটুয়াখালী জেলার কুয়াকাটায়।
Thanks
ReplyDelete