44th BCS
Question 01: নিচের
কোনটি Structured Query Language নয়?
A.
Java
B.
MySQL
C.
Oracle
D.
উপরের সবগুলো
ব্যাখ্যা: Java হচ্ছে Programming
language. Structured Query Language (SQL) নয়। অন্যদিকে MySQL
হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ডাটাবেজ Management সফটওয়্যার।
কিন্তু এটি কোনো Language নয়। Oracle এক
ধরনের Object Relational Database Management System যা Oracle
কর্পোরেশন নামক যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি কোম্পানি বাজারজাত করেন। উপরের সবগুলো। (ব্যাখ্যাঃ শুধুমাত্র SQL ই Structured Programming Language )
Question 02: ইন্টারনেট
যোগাযোগ ব্যবস্থায় Hostname-কে IP Address-এ
অনুবাদ করে-
A.
PTP Server
B.
Firewall
C.
DNS Server
D.
Gateway
ব্যাখ্যা: Domain Name System (DNS) হলো এমন একটি প্রযুক্তি যা ইন্টারনেট ব্যবহারকারীদের বিভিন্ন ওয়েবসাইট এবং
ইন্টারনেটের অন্যান্য স্থানে পরিচালিত করে। DNS রেজুলিউশনের
প্রক্রিয়াতে একটি হোস্ট নেম (উদাহরণ: www.abc.com) কম্পিউটার-বান্ধব
আইপি ঠিকানায় (উদাহরণ: 192.168.1.1) রূপান্তর করে। যখন কোন
ইন্টারনেট ব্যবহারকারী কোন ওয়েবপৃষ্ঠা লোড করতে চান, তখন DNS
Server হোস্টনাম এর পরিবর্তে একটি আইপি ঠিকানা দেয়, যার প্রেক্ষিতে ব্যবহারকারী নির্দিষ্ট সাইটে পৌঁছাতে পারে।
Question 03: নিচের
কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার
করে না?
A.
CaaS
B.
IaaS
C.
PaaS
D.
SaaS
E. ব্যাখ্যা:ক্লাউড
কম্পিউটিং এর সার্ভিস মডেল ৩টি। সার্ভিসগুলো হলো: • অবকাঠামোগত
সেবা (IaaS-Intrastructure as a service) • প্লাটফর্ম
ভিত্তিক সেবা (PaaS- Platform as a service) • সফটওয়্যার
ভিত্তিক সেবা (SaaS- Software as a service)
Question 04:অ্যামাজন-এর
ক্লাউড প্লাটফর্ম কোনটি?
A.
Azure
B.
AWS
C.
Cloudera
D.
উপরের সবগুলো
ব্যাখ্যা: ক্লাউড
কম্পিউটিং-এ যেসব আন্তর্জাতিক পরিষেবা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে অন্যতম হলো
অ্যামাজন ওয়েব সার্ভিসেস (Amazon Web Service- AWS)।
Question 05: নিচের
কোন সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহক নিজ Computer System ব্যবহার
করতে পারেন না এবং Computer System-কে ব্যবহার-উপযোগী করতে
অর্থ দাবি করা হয়?
A.
Phishing
B.
Denial of Service
C.
Ransomware
D.
Man-in-The-Middle
ব্যাখ্যা:Phishing: ফিশিং
হচ্ছে এমন একটা পদ্ধতি যা ব্যবহার করে ইউজারের ব্যক্তিগত অথবা স্পর্শকাতর তথ্য
পাওয়া যায়। যেমন: ব্যাংক অথবা ক্রেডিড কার্ডের তথ্য। Denial of Service: এর ধরনের অ্যাটাক হলো কোনো সিস্টেমের কোনো রিসোর্স বা সেবার (Service)
প্রকৃত ব্যবহারকারীদের বাধা দেয়ার একটি কৌশল। Ransomware: এটা এক ধরনের ম্যালওয়্যার যা একটি কম্পিউটার ডিভাইসকে আক্রান্ত করার পর
ব্যবহারকারীকে তার মেশিনে প্রবেশ করা থেকে বিরত রাখে এবং ব্যবহাকারীর প্রবেশগম্যতা
সীমাবদ্ধ করে দেয় এবং সীমাবদ্ধতা দূর করার জন্য ব্যবহাকারী কাছ থেকে মুক্তিপণ
(অর্থ) দাবি করে। Man-in-The-Middle: এটি অ্যাটাক হলো এক
ধরনের গোপন আক্রমণ, যেখানে আক্রমণকারীরা একটি বিদ্যমান
কথোপকথন বা ডেটা স্থানান্তরকে বাধা দেয়।
Question 06: SCSI- এর
পূর্ণরূপ কী?
A.
Small Computer System Interface
B.
Small Computer Software Interface
C.
Small Computer Storage Interface
D.
Small Computer Standard Interface
ব্যাখ্যা:SCSI- এর
পূর্ণরূপ হলো: Small Computer System Interface. এটি সরাসরি
কম্পিউটার এবং বিভিন্ন পেরিফেরাল ডিভাইসের মধ্যে ডাটা আদান-প্রদানে ব্যবহৃত হয়।
Question 07:নিচের
কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে?
A.
Scanner
B.
Mouse
C.
Touch Screen
D.
Projector
ব্যাখ্যা:
Question 08: নিচের
কোন Octal সংখ্যাটি Decimal সংখ্যা ৫৫-এর সমতুল্য?
A.
৫৫
B.
৭৭
C.
৬৭
D.
৮৭
ব্যাখ্যা:
Question 09: নিচের
কোনটি System
Software নয়?
A.
Linux
B.
Andriod
C.
Mozila Firefox
D.
Apple iOS
ব্যাখ্যা:Mozila Firefox হলো একটি ওয়েবব্রাউজার। অন্যদিকে Linux হলো
কম্পিউটারের একটি অপারেটিং সিস্টেম সফ্টওয়্যার এবং Andriod, Apple iOS হলো মোবাইলের অপারেটিং সিস্টেম সফ্টওয়্যার।
Question 10: নিচের
কোন Protocol-টি ইন্টারনেট তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে?
A.
FTP
B.
HTTPS
C.
TCP
D.
DNS
ব্যাখ্যা:HTTPS (Hyper Text
Transfer Protocol Secure): HTTPS হলো নেটওয়ার্কের সুরক্ষিত
যোগাযোগের জন্য একটি প্রোটোকল যা ইন্টারনেটে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। HTTPS
URL শুরু হয় ‘https://’ দিয়ে এটি নেটওয়ার্কের
উপর ডেটা সুরক্ষা নিশ্চিত করে অর্থাৎ যদি কোনো ওয়েবসাইটে SSL (Secured
Socked Layer) Certificate ইনস্টল করা থাকে তবে সেই ওয়েব সাইটেটির URL
টি HTTPS হবে। অর্থাৎ ওয়েবসাইটটি সম্পূর্ণ
সুরক্ষিত থাকবে। এই এনক্রিপ্ট করা ডেটা ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে অন্য কেউ
পড়তে বা হ্যাক করতে পারে না। তাই HTTP এর চেয়ে HTTPS বেশি সুরক্ষিত।
Question 11:Piconet কী?
A.
Wifi network
B.
Wide Area network
C.
Bluetooth Network
D.
5G Network
ব্যাখ্যা:পিকনেট
হলো একটি অ্যাডহক নেটওয়ার্ক বা ব্লুটুথ প্রযুক্তি প্রোটোকল ব্যবহার করে একটি বেতার
ব্যবহারকারী গ্রুপকে ডিভাইসের লিংক করে। একটি পিকনেটে দুটি বা ততোধিক ডিভাইস একই
শারীরিক চ্যানেল দখল করে। এটি একটি মাস্টার ডিভাইসটিকে সাতটি সক্রিয় দাস
ডিভাইসগুলোর সাথে আন্তঃসংযোগ করার অনুমতি দেয়।
Question 12: এক
মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল
ব্যবহার করা হয়?
A.
FTP
B.
RPC
C.
SNMP
D.
SMTP
ব্যাখ্যা:SMTP এর
পূর্ণরূপ হলো- Simple Mail Transfer Protocol. SMTP সাধারণত
ই-মেইল পাঠাতে ও ই-মেইল গ্রহণ করতে ব্যবহৃত হয়। এটি কখনো কখনো POP3 এর সাথে যুক্ত করা হয়।
Question 13: যে
কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয় তাকে ––––– বলে।
A.
Program Virus
B.
Worms
C.
Trojan Horse
D.
Boot Virus
ব্যাখ্যা:কম্পিউটার
Worms হলো একটি স্বাধীন Malware Computer Programme যা
নিজেকে নকল করতে পারে এবং অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। কম্পিউটার নেটওয়ার্ক
ব্যবহার করে প্রায়শই এটি ছড়িয়ে পড়ে অন্য কম্পিউটারের নিরাপত্তার ব্যর্থতার সুযোগ
নেয়।
Question 14:নিচের
কোন প্রতিষ্ঠানটি 4G Standard প্রস্তুতকরণে সম্পৃক্ত?
A.
ISO
B.
ITU
C.
3GPP
D. ETSI
ব্যাখ্যা:4G হল
ব্রডব্যান্ড সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তির চতুর্থ প্রজন্ম, 3G এর পরে এবং 5G এর পূর্ববর্তী। একটি 4G সিস্টেম অবশ্যই IMT অ্যাডভান্সড -এ ITU দ্বারা সংজ্ঞায়িত ক্ষমতা প্রদান করবে ।
Question 15: নিচের
কোনটি Open-Source
Software?
A.
Google Chrome
B.
Microsoft Windows
C.
Zoom
D.
Adobe Photoshop
ব্যাখ্যা:Open-Source Software হলো এক ধরনের কম্পিউটার সফ্টওয়্যার যা উন্মুক্ত উৎস থেকে যতবার খুশি
ডাউনলোড করে ব্যবহার করা যায়। এটি ব্যবহার করার জন্য লাইসেন্সের প্রয়োজন হয় না।
কয়েকটি Open-Source Software হলো- • Linux Operating System. • VLC Media Player. • Mozila Firefox. • Apache Web Server. • Google Chrome.
Comments
Post a Comment