43th BCS

43th  BCS



Question 01: ১০১১১০ বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি?

·         ৪৬

·         ১৬

·         ২৪

·         ৫৪

ব্যাখ্যা:



Question 02: DNS সার্ভারের কাজ হচ্ছে ____ কে ____ address- এ পরিবর্তন করা।

·         Email, DNS

·         MAC Address, IP

·         Domain name, IP

·         Email, IP

ব্যাখ্যা: DNS (Domain name system) হলো এমন একটি প্রযুক্তি যা ইন্টারনেট ব্যবহারকারীদের বিভিন্ন ওয়েবসাইট এবং ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট এবং ইন্টানেটের অন্যান্য স্থানে পরিচালিত করে এর কাজ হচ্ছে Domain Name কে IP Address – এ পরিবর্তন করা।


Question 3: নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয়?

·         Router

·         Switch

·         Modem

·         HUB

ব্যাখ্যা: ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তনের প্রক্রিয়াকে মডুলেশন (Modulation) বলে। অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তরের প্রক্রিয়াকে ডিমডুলেশন বলে। প্রেরক বা প্রাপক হিসাবে ব্যবহৃত যে ডিভাইস বা যন্ত্র ডেটা কমিউনিকেশন সিস্টেমে মডুলেশন ও ডিমডুলেশন প্রক্রিয়ায় সাহায্যে উৎস ও গন্তব্যের মধ্যে ডেটা আদান-প্রদান করে তাকে মডেম বলা হয়। মডেম একটি ইলেক্ট্রনিক ডিভাইস যা ইনপুট বা আউটপুট হিসাবে ব্যবহৃত হয়। মডেম শব্দটি মডুলেটর-ডিমডুলেটরের (Modulator Demodulator) সংক্ষিপ্ত রূপ। মডুলেটর ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তন করে এবং এই কাজের জন্য এতে একটি ডেক (DAC-Digital to Analog Converter) নামক চিপ বা সার্কিট থাকে।

Question 4: নিচের কোনটি output device নয়?

·         monitor

·         microphone

·         printer

·         speaker

ব্যাখ্যা: কয়েকটি output device হচ্ছে- Speaker, Monitor, Printer, Plotter ইত্যাদি এবং কয়েকটি input device হচ্ছে- Keyboard, Mouse, Scanner, Light Pen, Track Ball, Touch Pad, Microphone, Web Camera, Joystick, OCR, OMR, BCR, MIRC ইত্যাদি।

Question 5: নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

·         http

·         www

·         URL

·         HTML

ব্যাখ্যা: Uniform Resource Locator অথবা URL বা ওয়েব ঠিকানা ইন্টারনেটের মাধ্যমে কোন বিশেষ ওয়েবসাইট পৌঁছানোর জন্য ব্যবহৃত একটি বিশেষ কোড।

Question 6: নিচের কোনটি Open Source DBMS?

·         MySQL

·         Microsoft SQL Server

·         Microsoft Access

·         Oracle

ব্যাখ্যা: কয়েকটি Open Source Database management System এর নাম উল্লেখযোগ্য: MySQL, PostgreSQL, SQLite, Apache Cassandra, InterBase, PouchDB Dnizzle etc. অপরদিকে Microsoft SQL server হলো মাইক্রোসফট দ্বারা নির্মিত একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। Microsoft Acces হলো একটি ডেটাবেস প্রোগ্রাম এবং Oracle ডেটাবেজ হলো একটি সর্ববৃহৎ ডেটাবেস নির্মাতা কোম্পানী।

Question 7: নিচের Job Scheduling Policy সমূহের মধ্যে কোনটি Starvation থেকে মুক্ত?

·         Priority Scheduling

·         Shortest Job First

·         Youngest Job First

·         Round-robin

ব্যাখ্যা: Round-robin হলো CPU scheduling algorithm যেখানে প্রতিটি প্রসেস চক্রাকারে একটি নির্দিষ্ট টাইম অনুযায়ী সম্পন্ন হয়। এটি সাধারণ, প্রয়োগ করাও সহজ এবং Starvation থেকে মুক্ত। আরো কিছু CPU scheduling algorithm হচ্ছে FCFS (First Come First Serve), SJF(Shortest Job First), Priority Scheduling Etc.

Question 8: নিচের কোন প্রযুক্তি Face Recognition System – এর সহায়ক ভূমিকা পালন করে?

·         Applied Artificial Intelligence (AI)

·         Applied Internet of Things (IoT)

·         Virtual Reality

·         উপরের কোনটিই নয়

ব্যাখ্যা: মানুষের মুখমন্ডল সনাক্তকরণ বা ফেইস রিকোগনিশন সিস্টেম হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যার সাহায্যে মানুষের মুখের গঠন প্রকৃতি পরীক্ষা করে তাকে সনাক্ত করা হয়। সন্দেহভাজন কোন ব্যাক্তিকে সনাক্তকরণে, বিল্ডিং বা কক্ষের প্রবেশদ্বারে পাহারা দেওয়ার কাজে এবং কোন ব্যক্তির আইডি নম্বর সনাক্তকরণে এই পদ্ধতি ব্যবহার হয়। Applied Artificial Intelligence (AI) Face Recognition System এর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।

Question 9: যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ কোন একটি web server সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি কী নামে পরিচিত?

·         Phishing

·         Man-in-the-Middle

·         Denial of Service

·         উপরের কোনটিই নয়

ব্যাখ্যা: Denial of Service অ্যাটাক বা সেবা বাধাদানের আক্রমণ হলো কোনো কম্পিউটার সিস্টেমের কোনো রিসোর্স বা সেবার (service) প্রকৃত ব্যবহারকারীদের বাধা দেয়ার একটি কৌশল। এক্ষেত্রে ক্রমাগত সার্ভিসের জন্য রিকুয়েস্ট পাঠানো হয় এবং সার্ভার অকেজো হয়ে পরে পড়ে এবং আর রেসপন্স করতে পারে না। কোনো কম্পিউটার বা সিস্টেম ইন্টারনেট  ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টেম বা সাইটের যথাযথ কার্যক্রমকে ধীর গতির, বা অনেক ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।

Question 10: নিচের কোন মেমোরিটিতে Access Time সবচেয়ে কম?

·         Registers

·         SSD

·         RAM

·         Cache memory

ব্যাখ্যা:  CPU এর সবচেয়ে কাছের মামোরি হচ্ছে রেজিস্টাররেজিস্টার একটি হার্ডওয়্যার কোম্পোনেন্ট যেটি ক্ষুদ্রতম সময়ে বিট দ্বারা করতে সক্ষম। সফটওয়্যারের মাধ্যমে দ্রুততম এক্সেস করা যায় ক্যাশ মেমোরিতে। রেজিস্টার হার্ডওয়্যারে এক্সেস টাইম প্রায় ন্যানোসেকেন্ড লেভেলে।



Level-0:

·         At level-0, registers are present which are contained inside the CPU.

·         Since they are present inside the CPU, they have least access time.

·         They are most expensive and therefore smallest in size (in KB).

·         Registers are implemented using Flip-Flops.

Question 11:নিচের কোনটি Bluetooth- এর IEEE standard?

·         IEEE 802.15

·         IEEE 802.1

·         IEEE 802.3

·         IEEE 802.11

ব্যাখ্যা:

Bluetooth standard- IEEE 802.15 Wi-fi -IEEE 802.11 Wimax-IEEE 802.16

Bluetooth

  • eøyUz_ n‡”Q Zviwenxb ¯^í `~i‡Z¡ †WUv Av`vb-cÖ`v‡bi Rb¨ e¨eüZ GKwU I‡cb Iq¨vi‡jm cÖhyw³|
  •  ¯^í `~i‡Z¡ `ywU wWfvB‡mi g‡a¨ †WUv ¯’vbvšÍ‡i eøyUz_ †iwWI I‡qf e¨envi K‡i|
  • Gi gva¨‡g GKwU cv‡m©vbvj Gwiqv †bUIqvK© (PAN) m„wó nq
  • eøyUz_ 2.4 wMMvnvU©R (GHz) wd«Kz‡qw݇Z KvR K‡i|
  • 10-100 wgUv‡ii g‡a¨ Ae¯’vbKvix wWfvB‡mi mv‡_ †hvMv‡hvM ¯’vcb Ki‡Z cv‡i|
  • 1994 mv‡j †UwjKg †fÛi GwiKmb eøyUz_ D™¢veb K‡i|
  • ‡Wbgv‡K©i ivRv nvivì eøyUz_ Gi bvg Abymv‡i I cÖhyw³wUi bvg ivLv n‡q‡Q eøyUz_|
  • eZ©gv‡b eøyUz_fvm©b 4.0 we`¨gvb|
  • GwU IEEE 802.15 ÷¨vÛvW©|

Question 12: নিচের কোনটি multi-tasking operating system নয়?

·         Windows

·         Linux

·         Windows NT

·         DOS

ব্যাখ্যা:কমান্ডভিত্তিক অপারেটিং সিস্টেম DOS যেখানে একাধিক ব্যবহারকারীর একসাথে কমান্ড দেওয়ার সুযোগ নাই।

Question 13:নিচের কোন প্রযুক্তি ‘Pay as You Go’ সার্ভিস মডেল অনুসরণ করে?

·         Internet of Things (IoT)

·         Cloud Computing

·         Client-Server Systems

·         Big Data Analytics

ব্যাখ্যা:পে-অ্যাজ-ইউ-গোঃ পে-অ্যাজ-ইউ-গো একটি পেমেন্ট মডেল। ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ড করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে। ক্লাউড কম্পিউটিং এ ‘Pay as You go’ সার্ভিস মডেল অনুসরণ করে।

Question 14: Keyboard এবং CPU এর মধ্যে কোন পদ্ধতিতে data transmission হয়?

·         Simplex

·         Duplex

·         Half duplex

·         Triplex

ব্যাখ্যা:সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে কেবলমাত্র একদিকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে। সিমপ্লেক্স মোডে কেবলমাত্র ক হতে খ এর দিকে ডেটা প্রেরণ করা যাবে। কিন্তু খ হতে ক এর দিকে ডেটা প্রেরণ সম্ভব নয়। অর্থাৎ এই ব্যবস্থায় ডেটা গ্রহণ অথবা প্রেরণের যে কোন একটি সম্ভব। যে প্রান্ত ডেটা প্রেরণ করবে সে প্রান্ত গ্রহণ করতে পারবে না। এবং গ্রহণ প্রান্ত প্রেরণ করতে পারে না। উদাহরণ-রেডিও এবং টিভি ব্রডকাস্ট, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণ, কী-বোর্ডে থেকে কম্পিউটার ডেটা প্রেরণ ইত্যাদি।

15: Blockchain-এর প্রতিটি block কী তথ্য বহন করে?

·         A hash pointer to the previous block

·         Timestamp

·         List of transactions

·         উপরের সবগুলো

ব্যাখ্যা: Blockchain, সম্প্রতি আলোচিত বিটকয়েন ব্যবস্থাপনা মাধ্যম। এর প্রতিটি ব্লক একে অন্যের সাথে (Hash Pointer….) দিয়ে যুক্ত থেকে প্রতিটি লেনদেন (List of Transaction) এর সময় (timestamp) ও সম্পৃক্তি রেকর্ড করে রাখে।


Comments

Popular Posts