41th BCS

 

41th  BCS



Question 01: যে ইলেক্ট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম-

        AND গেইট

        OR গেইট

        NAND গেইট

        উপরের কোনটিই নয়

ব্যাখ্যা:

A

B

AND

NAND

OR

0

0

0

1

0

0

1

0

1

1

1

0

0

1

1

1

1

1

0

1

          AND - যেকোনো  একটি ইনপুটের মান    হলে আউটপুট ০  হবে অন্যথায় ১ হবে 

          NAND- যেকোনো  একটি ইনপুটের মান    হলে আউটপুট ১  হবে অন্যথায় ০ হবে

          OR- যেকোনো একটি ইনপুটের মান    হলে আউটপুট    হবে অন্যথায় ০ হবে

Question 02:নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম?

        Wi-Fi

        Bluetooth

        Wi-Max

        Cellular network

ব্যাখ্যা:

       ব্লু-টুথ (Bluetooth) এর দূরত্ব সবচেয়ে কম

         ব্লু-টুথ ১০-১০০ মিটার

         Wi-Max ১০-৬০ কিলোমিটার

Question 03:নিচের কোনটি ১০০ এর ১ কমপ্লিমেন্ট?

        ১১১

        ১০১

        ০১১

        ০০১

ব্যাখ্যা: ১ এর পরিপূরক গঠন (1’s complement form) : বাইনারি সংখ্যায় 0 এর স্থানে ১ এবং ১ এর স্থানে 0 বসিয়ে, অর্থাৎ সংখ্যার বিটগুলিকে উল্টিয়ে, সংখ্যাটির ১ এর পরিপূরক পাওয়া যায় ২ এর পরিপূরক গঠন (2’s complement form) : ১ এর পরিপূরক এর সাথে ১ যোগ করলে বাইনারি সংখ্যার ২ এর পরিপূরক পাওয়া যায় সুতরাং ১০০ এর ১ এর পরিপূরক (1’s complement) হল ০১১

Question 04:RFID বলতে বুঝায়-

        Random Frequency Identification

        Random Frequency Information

        Radio Frequency Information

        Radio Frequency Identification

ব্যাখ্যা:RFID –এর পূর্ণরূপ হলো Radio Frequency Identification. স্ক্যানিং অ্যান্টেনা দুটি কাজ করে থাকে আরএফ (রেডিও ফ্রিকুয়েন্সি) সিগনালের মাধ্যমে ট্যাগের সাথে যোগাযোগ করে এবং passive ট্যাগ এর ক্ষেত্রে ট্যাগে পাওয়ার ট্রান্সমিট করে ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন টেকনোলজির মাধ্যমে একটা ট্যাগ যখন স্ক্যানিং অ্যান্টেনার রেঞ্জের মধ্যে আসে, তখন ট্যাগটি স্ক্যানিং অ্যান্টেনাতে সর্বক্ষণ পাঠাতে থাকা একটিভেশন সিগনাল পেয়ে স্ক্যানারকে তার ইউআইডি (UID) পাঠায়

Question 05:নিচের কোনটি সঠিক নয়?

         (A+B)’=A’.B’ 

         (A+B)’=A’+B’

         (A.B.C)’=A’+B’+C’

         (A+B+C)’=A’.B’.C’

ব্যাখ্যা:



Question 06: Apache এক ধরনের-

        Database Management System (DBMS)

        Web Server

        Web Browser

        Protocol

ব্যাখ্যা:ওয়েভ সার্ভার বলতে বিশেষ ধরণের হার্ডওয়্যার ও সফটওয়্যারকে বুঝায় যার সাহায্যে ঐ সার্ভারে রক্ষিত কোন উপাত্ত বা তথ্য ইন্টারনেটের মাধ্যমে অ্যাকসেস করা যায় এখানে Apache এক ধরণের Web Server (ওয়েব সার্ভার)

Question 07:ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি?

        অবকাঠামোগত

        প্লাটফর্মভিত্তিক

        সফটওয়্যার

        উপরের সবগুলো

ব্যাখ্যা:ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল তিন ধরনের যথা: (i) অবকাঠামোগত সেবা, (ii) প্ল্যাটফর্মভিত্তিক সেবা, (iii) সফটওয়্যার সেবা

Question 08:কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?

        বাস টপোলজি

        রিং টপোলজি

        স্টার টপোলজি

        ট্রি টপোলজি

ব্যাখ্যা:স্টার টপোলজিঃ স্টার নেটওয়ার্কে প্রত্যেকটি নোড (কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোন ডিভাইস) একটি হাব (Hub) বা সুইচের (Switch) মাধ্যমে সরাসরি যুক্ত থাকে সংযুক্ত কম্পিউটার বা ডিভাইস সমূহ হাব বা সুইচের মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে ও ডেটা আদান-প্রদান করে

রিং টপোলজিঃ রিং নেটওয়ার্কে কম্পিউটারগুলো নোড (কম্পিউটার যে বিন্দুতে যুক্ত থাকে তাকে নোড বলে) এর মাধ্যমে বৃত্তাকারপথে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক গড়ে তোলে নেটওয়ার্কের কোন কম্পিউটার ডেটা বা তথ্য (সংকেত) পাঠালে তা পরবর্তী নোডের দিকে প্রবাহিত করে এভাবে তথ্যের একমুখী প্রবাহ পুরো চক্রাকার পথ ঘুরে আসে এবং চক্রাকার পথের বিভিন্ন নোডে সংযুক্ত কম্পিউটার প্রয়োজনে উক্ত সংকেত গ্রহণ করতে পারে

বাস টপোলজিঃ বাস নেটওয়ার্ক সংগঠনে একটি সংযোগ লাইনের সাথে সবগুলি নোড (কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস) যুক্ত থাকে সংযোগ লাইনকে সাধারণত বাস বলা হয় এর দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে একটি কম্পিউটার অন্য কম্পিউটার নোডের সংযোগ লাইনের মাধ্যমে সংকেত পাঠায় অন্যান্য কম্পিউটারগুলি তাদের নোডে সেই সংকেত পরীক্ষা করে এবং কেবলমাত্র প্রাপক নোড সেই সংকেত গ্রহণ করে

ট্রি টপোলজিঃ ট্রি টপোলজি এমন একটি নেটওয়ার্ক টপোলজি যাতে একটি রুট (Root) নোডের সাথে সার্ভার বা বিশেষ কম্পিউটার সংযুক্ত থাকে এই রুট নোডের সাথে হায়ারারর্কি অনুসারে বিভিন্ন স্তরের ডিভাইস নেটওয়ার্ক হাব বা স্যুইচের মাধ্যমে যুক্ত থাকে এটিকে হায়ারারর্কিক্যাল টপোলজিও বলা হয়

Question 09:একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে-

        Compiler

        Loader

        Operating system

        Bootstrap

ব্যাখ্যা:একটি কম্পিউটার boot করতে পারে না যদি অপারেটিং সিস্টেম (Operating System) না থাকে

Question 10:নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়?

        Oracle

        McAfee

        Norton

        Kaspersky

ব্যাখ্যা:অ্যান্টিভাইরাস হল এক ধরনের ভাইরাস প্রতিষেধক সফটওয়্যার যা কোনো কম্পিউটার ভাইরাসকে সনাক্ত করতে পারে এবং তাকে আক্রান্ত কম্পিউটার থেকে মুছে ফেলতে পারে কয়েকটি অ্যান্টিভাইরাস এর নাম- McAfee, AVG Anti-Virus, Norton Antivirus, Kaspersky Antivirus, Symantec ইত্যাদি এখানে Oracle হল একটি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (Database management system)

Question 11:যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে-

        Machine language

        C

        Java

        Python

ব্যাখ্যা:প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর হল মেশিন ভাষা যা কম্পিউটারের মৌলিক ভাষা মেশিন ভাষায় 0 1 এই দুইটি বাইনারি অঙ্ক অথবা হেক্স পদ্ধতি ব্যবহার করে সব কিছু লেখা হয় অপরদিকে C, Java Python হল তৃতীয় প্রজন্মের উচ্চতর ভাষা

Question 12: API মানে-

        Advanced Processing Information

        Application Processing Information

        Application Programming Interface

        Application Processing Interface

ব্যাখ্যা:API এর পূর্ণরূপ হলো Application Programming Interface.

Question 13:মাইক্রোসফ্ট IIS হচ্ছে একটি-

        ইমেইল সার্ভার

        ওয়েব সার্ভার

        ডাটাবেইস সার্ভার

        ফাইল সার্ভার

ব্যাখ্যা:

Question 14:ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?

        ১০-৩০ মিটার

        ১০-৫০ মিটার

        ১০-১০০ মিটার

        ১০-৩০০ মিটার

ব্যাখ্যা:ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রটোকল যা স্বল্প দূরত্বে ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয় এর দূরত্ব সাধারণত ১০১০০ মিটার হয়ে থাকে

Question 15:একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম-

        Array

        Linked list

        Stack

        Queue

ব্যাখ্যা:Linked list (লিংক লিস্ট): ডেটা স্টোর করার জন্য অ্যারের মত আরেকটি ডেটা স্ট্র্যাকচার হচ্ছে Linked List এটি স্ট্র্যাকচার অনুযায়ী ডাটা স্টোর করে, এবং রান টাইমে নতুন স্পেসের দরকার হলে অটোমেটিকেলি তা তৈরি করে নিতে পারে এটি হচ্ছে ডাইনামিক ডেটা স্ট্রাকচার এটি অ্যারের মতই, তবে অ্যারেতে আমাদের কতটুকু মেমরি দরকার, প্রথমেই বলে দিতে হয় কিন্তু লিঙ্কড লিস্টে প্রয়োজন অনুযায়ী মেমরি বাড়ানো বা কমিয়ে নেওয়া যায় আরো দুইটা সুবিধে হচ্ছে, লিঙ্কড লিস্টের মাঝখান থেকে এর যে কোন আইটেম রিমুভ করা যায় বা মাঝখানে নতুন আইটেম যুক্ত করা যায় আর ইনিশালি কোন সাইজ ডিক্লেয়ার করে দিতে হয় না Array (অ্যারে): নির্দিষ্ট সংখ্যক একই ধরনের তথ্য নির্দেশনাকে অ্যারে বলা হয় অর্থাৎ, অ্যারে এক ধরনের উপাত্ত সংগঠনকে বুঝায় যেগুলো কতগুলো উপাদানের একটি গ্রুপ যা একটি নামের সাহায্যে নির্দেশ করা হয় এবং উপাদানগুলোকে ইনডেক্সের সাহায্যে অ্যাক্সেস করা হয় Stack (স্ট্যাক): স্ট্যাকে যখনই নতুন কোনো ডেটা দেওয়া হবে, সেটি স্ট্যাকে সবার উপরে গিয়ে জমা হবে আবার, স্ট্যাকে প্রসেসিংও চলবে সবচেয়ে উপরের ডেটা দিয়ে অর্থাৎ স্ট্যাকে সবার শেষে যেটা আসছে তার কাজ হচ্ছে সবার আগে একে বলা হয় Last In First Out (LIFO) Queue (কিউ): কিউ এর বাংলা অর্থ লাইনে দাড়ানো কিউ যে ডেটা প্রথমে প্রবেশ করবে সেই ডেটাটি প্রথমে বের হবে একে বলা হয় First In First Out (FIFO)


Comments

Popular Posts